জাতীয় পার্টিতে কী হচ্ছে-এবারের সংকট কী নিয়ে?

অ+ অ-
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ থেকে জি এম কাদেরকে সরানোর তৎপরতা শুরু হয়েছে দলের ভেতর থেকে। আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে দলের সিনিয়র নেতাদের মধ্যে তীব্র বিরোধের জের ধরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। দলের নেতারা বলছেন, গঠনতন্ত্রে চেয়ারম্যানের দলীয় ক্ষমতা কমানোর উদ্যোগকে কেন্দ্র করে জি এম কাদেরের বিরুদ্ধে কয়েকজন সিনিয়র নেতা অবস্থান নেওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আগামী ২৮শে জুন দলের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জি এম কাদের এককভাবে সম্মেলন স্থগিত করেছেন। এই সিদ্ধান্তে দলের বিভক্তি আরও বেড়েছে বলে মনে করছেন নেতারা।

গণমাধ্যমে বিবৃতি দিয়ে জি এম কাদেরের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার—দলের এই দুই সিনিয়র নেতা পূর্বনির্ধারিত দিনেই সম্মেলন করার কথা জানিয়েছেন।

দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বিবিসি বাংলাকে বলেছেন, কিছু ইস্যুতে চেয়ারম্যান জি এম কাদের ছাড় দিতে চাইছেন না এবং তাঁর এই অনড় অবস্থানের কারণেই বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে।

অন্যদিকে, জি এম কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দলের প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, গঠনতন্ত্র অনুযায়ী পার্টির চেয়ারম্যানকে ছাড়া কোনো সম্মেলন বৈধ হবে না। তিনি আরও মনে করেন, চলমান পরিস্থিতির জেরে কেউ দল ভাঙার চেষ্টা করলেও সেটি সফল হবে না।

মি. কাদেরের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি তাঁর ব্যক্তিগত সহকারীর মাধ্যমে বিবিসি বাংলাকে জানিয়েছেন যে, পুরো বিষয়টি নিয়ে শিগগিরই তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

প্রসঙ্গত, ১৯৯০ সালে আন্দোলনের মুখে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময়ে ভাঙনের শিকার হয়েছে দলটি। সবশেষ গত কয়েক বছরে দলের কর্তৃত্ব নিয়ে জি এম কাদের ও প্রয়াত এরশাদের স্ত্রী রওশন এরশাদের মধ্যে বহুবার বিরোধ প্রকাশ পেয়েছে। উভয় অংশই বিভিন্ন সময়ে বর্তমান শেখ হাসিনা সরকারের সঙ্গে যোগসাজশ রাখার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে সবসময়ই আলোচনার বিষয় ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন