মিরসরাই কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেস্ক চালু

অ+ অ-

একাদশ শ্রেণীতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তার জন্য হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ শাখা। রোববার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ করতে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হেল্প ডেস্কের মাধ্যমে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

ছাত্রদল নেতারা জানান, অনেক শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া নিয়ে সমস্যার সম্মুখীন হন। তাদের কথা চিন্তা করেই এই হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবে। ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন