বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স শেষ বর্ষের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

অ+ অ-

আনন্দঘন পরিবেশে বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, (০২জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক এবং বারইয়ারহাট কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, জননেতা দিদারুল আলম মিয়াজী


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য কামরান সরোয়ার্দী, জসিম উদ্দিন ভেন্ডারমঞ্জুর কাদের। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক খন্দকার শরিফুল ইসলাম বাদশা সহ বিদায়ী ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাদের শিক্ষাজীবনের পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানান। শিক্ষার্থীরাও তাদের অনুভূতির কথা ব্যক্ত করে এবং কলেজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন